বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জন্মলগ্ন থেকেই বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি বলেন, সমাজে দীর্ঘদিন ধরে বৈষম্য চলতে থাকলে সে সমাজ পিছিয়ে পরে। আধুনিক প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে বিভিন্ন শ্রেণি গোষ্ঠীর মধ্যে বিদ্যমান বৈষম্য বিলোপ করতে হবে। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ ও জুলাই আন্দোলনেরও মূল উদ্দেশ্য বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা। তিনি বলেন, ধর্ম অবমাননার অভিযোগে যেভাবে দিন দিন সংখ্যালঘু নির্যাতন হচ্ছে তা রাষ্ট্রের জন্য অশনিসংকেত। রামু ঘটনার বিচার নিশ্চিত হলে নিশ্চয়ই এসব ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যেত।
তিনি শুক্রবার (১ আগস্ট) সকালে মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জিউর আখড়ার (২য় তলায়) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ (চয়ন) এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জেলা শাখা এড. রঞ্জন ঘোষের পরিচালনায় বিশেষ বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক শৈলেন কর, সিলেট মহানগর শাখার কোষাধ্যক্ষ ডি জি রুমু, কানাইঘাট উপজেলার সভাপতি ভজন লাল দাস, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এডভোকেট নিতু কান্ত দাশ, প্রচার সম্পাদক রজত কান্তি চক্রবর্ত্তী, গণসংযোগ সম্পাদক উজ্জল চন্দ, মহিলা সম্পাদিকা মালা রানী দাস, সিলেট জেলা সদস্য সহ মহিলা সম্পাদিকা শিবানী দে , বিশ্বনাথ উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্ত দে, কোম্পানীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি নারদ বিশ্বাস, গোলাপগঞ্জ উপজেলা সম্পাদক রজত কান্তি দাস, জেলা শাখার সদস্য রজত কান্তি দাশ, নিশি কান্ড পাল, রংগেশ দাশ, কানাইঘাট উপজেলা সাধারন সম্পাদক অলক চক্রবর্ত্তী, জকিগঞ্জ উপজেলা সাধারন সম্পাদক রাজশ বিশ্বাস, জৈন্তাপুর উপজেলা সম্পাদক দুলাল দেব, ফেঞ্চুগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক শিপন পাল, ওসমানী নগর উপজেলা সম্পাদক শংকর সেন, গোয়াইনঘাট উপজেলা সম্পাদক নিতানন্দ দাস , প্রমোদ চন্দ্র দাশ, বিকাশ রন্জন দাশ, দিলিপ রন্জন কুর্মিপ্রমুখ। বিজ্ঞপ্তি