বিশিষ্ট পরমানু বিশেষজ্ঞ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, পরমাণু বিশেষজ্ঞ, প্রফেসর ড. এম শমসের আলীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন।
নেতৃবৃন্দ এক শোকবার্তায় বলেন, খেটে খাওয়া, নিম্ন মধ্যবিত্ত, অসচ্ছল শিক্ষিত গরিবদের উচ্চশিক্ষার সুযোগ তৈরি করার লক্ষ্যে জনাব এম শমসের আলী সাহেবের পরিশ্রমের ফসল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় মাধ্যমে কত সাধারণ শিক্ষিত ব্যক্তিবর্গ উচ্চ শিক্ষা অর্জন করেছেন। কত হাজার হাজার লোক শিক্ষিত হয়েছেন, তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের শিক্ষা ও প্রযুক্তিতে স্যারের অবদান আকাশচুম্বী। মোটকথা প্রফেসর ডক্টর এম শমসের আলী ছিলেন ক্ষণজন্মা দেশের এক জাতীয় শিক্ষার অন্যতম মহাগুরু। তাঁর মৃত্যুতে দেশবাসী আজ শোকাহত।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত ও জান্নাতে উচ্চ মাকাম কামনা করে শোকসন্তপ্ত পরিবার পরিবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।