বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের জরুরি সভা বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নগরীর উপশহরস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. কামাল উদ্দিন এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত ধর বাপ্পি এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি সাজুওয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক আলী আফছার মোঃ ফাহিম, কার্যকরি কমিটির সদস্য ইফতেখার আহমেদ, আলহাজ্ব কাজী মাহবুব হোসেন, সিরাজুল হক, সাব্বির আহমদ, আকতারুল ইসলাম, সারজন রোসু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সম্প্রতি সিলেট বিভাগের বিস্ফোরক অধিদপ্তর ও জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ সিলেটের সকল সিএনজি ফিলিং স্টেশনকে পাম্পের পুরো এলাকা পরিচ্ছন্ন রাখার জন্য নির্দেশনা প্রদান করেছেন। এই প্রেক্ষিতে সংগঠনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে এই জরুরি সভার আয়োজন করা হয়।
বক্তারা বলেন, পরিচ্ছন্নতা শুধু সৌন্দর্যের বিষয় নয়, এটি নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির সঙ্গেও সরাসরি জড়িত। তাই সকল স্টেশন মালিকদের নিজ নিজ পাম্প ও এর আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। সভায় সিলেট বিভাগের সকল সিএনজি স্টেশন মালিকদের নিজ উদ্যোগে স্টেশন পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। আমরা সবাই মিলে কাজ করলে সিএনজি খাতকে আরও নিরাপদ, পরিচ্ছন্ন ও গ্রাহকবান্ধব করা সম্ভব।