খেলাফত মজলিস দোয়ারা বাজার উপজেলা শাখার উদ্যোগে তরবিয়তী মজলিস গত মঙ্গলবার (৫ আগস্ট) দোয়ারা বাজারস্থ মা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। তরবিয়তী মজলিসে শুরুতে দারসে কুরআন পেশ করেন সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা শায়খুল হাদীস মাওলানা আব্দুল মান্নান।
‘ইসলামী সংগঠন, নেতৃত্ব ও আনুগত্য’ বিষয়ে প্রধান অতিথির আলোচনা পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান।
শাখা সভাপতি মাওলানা মঈনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন সাঈদের সঞ্চালনায় তরবিয়তি মজলিসে ‘ইসলামী আন্দোলনের কর্মীদের গুণাবলী’ বিষয়ে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন সুনামগঞ্জ জেলা সহ-সাধারণ সম্পাদক আখতার হুসাইন আতিক।
এতে অন্যান্যের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস দোয়ারা বাজার উপজেলা উপদেষ্টা মাওলানা জিয়া উদ্দিন, ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুল হক আলী, ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি মুহিব আজিজ, খেলাফত মজলিস দোয়ারা বাজার উপজেলা সহ-সভাপতি কাজী মাওলানা লুৎফুর রহমান, সিলেট কোতোয়ালি পশ্চিম থানা সহ-সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, ছাতক পৌর সহ-সভাপতি মাওলানা এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক কে এম সোলাইমান আহমদ তালুকদার, দোয়ারা বাজার উপজেলা সহ-সাধারণ সম্পাদক নূর আহমদ মাছুম, মাওলানা নাজিম বিন হক, ছাতক পৌর শাখার সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা উমায়রুল ইসলাম তাজুল, দোয়ারা বাজার উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়জুর রহমান তালুকদার, ছাতক পৌর সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল আমীন, দোয়ারা বাজার উপজেলা শাখার বায়তুলমাল সম্পাদক হাফিজ শাহীন আহমদ, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা ইউসুফ আলী, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল লতিফ, নির্বাহী সদস্য মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা আরশাদ মাহমুদ প্রমূখ।