সিলেটের সুপরিচিত ব্যবসায়িক প্রতিষ্ঠান ফ্রেন্ডস প্রোপার্টি ডেভেলপার্স-এর অফিস উদ্বোধন উপলক্ষে বুধবার (৬ আগস্ট) বিকেল ৬টায় নগরীর ধোপাদিঘীরপাড়স্থ আল-ফালালাহ টাওয়ারের নতুন অফিসে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কোম্পানির চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক হাফিজ মাওলানা শিব্বির আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে আনুষ্ঠানিক অফিস উদ্বোধন ও দোয়া পরিচালনা করেন জামেয়া নূরিয়া ইসলামিয়া ভার্থখলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাফেজ শায়খ মজদুদ্দীন আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স-এর সভাপতি মাওলানা খায়রুল হোসাইন, এক্সেল টাওয়ার এর ব্যবস্থাপনা পরিচালক মাওলানা খলিলুর রহমান, হেভেন হোল্ডিং লিমিটেডের ম্যানেজিং পার্টনার মাওলানা নেহাল আহমদ,সিলেট এপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুপ 'সারেগ'-এর সাধারণ সম্পাদক ও হলি আরবান প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা দিলওয়ার হুসাইন,আপন প্রোপার্টিজ লিমিটেডের পরিচালক জনাব নাছিম হুসাইন,ফ্রেন্ডস প্রোপার্টি ডেভেলপার্স এর ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ,লালমাটিয়া রিয়েল এস্টেট হাউজিং কোম্পানির পরিচালক ও ফ্রেন্ডস প্রোপার্টি ডেভেলপার্স এর নির্বাহী পরিচালক মাওলানা শাহ আশিকুর রহমান,সিলকো হোমস (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ফ্রেন্ডস প্রোপার্টি ডেভেলপার্স এর নির্বাহী পরিচালক মাওলানা হাফেজ তাজুল ইসলাম হাসান,ফ্রেন্ডস প্রোপার্টি ডেভেলপার্স-এর অর্থ পরিচালক মোঃ মাসুদ আহমদ, মাওলানা ইমদাদুল হক নোমানী,গোলাপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন ইসলাম কামাল,সিলকো হোমস প্রা. লিমিটেডের পরিচালক মাওলানা শামছুদ্দীন মুহাম্মদ ইলিয়াস, বান্ধব মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের পরিচালক মাওলানা ওলিউর রহমান, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কার্যকরী পরিষদ সদস্য ডা. ফয়জুল হক, দৈনিক সিলেট বাণীর সহসম্পাদক জনাব লুতফুর রহমান তোফায়েল,সাউথ ইস্ট ব্যাংকের কর্মকর্তা জিল্লুর রহমান শিলু প্রমুখ।
কোম্পানির নতুন প্রজেক্ট নগরীর ৩১ নং ওয়ার্ডে গাজী বুরহান উদ্দীন রাহ. রোড সংলগ্ন, মীরেরচর এলাকায় 'ফ্রেন্ডস সিটি' নামে আবাসিক প্রকল্প গড়ে উঠেছে। সিলেট নগরীতে নান্দনিক ও মডেল হাউজিং এলাকা হিসেবে ফ্রেন্ডস সিটি সর্বমহলে প্রশংসিত হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।