ঢাকাবৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট জেলার মাসিক সভা

মশাল
আগস্ট ৭, ২০২৫ ৬:২০ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) বিকেলে নগরীর তালতলাস্থ একটি হোটেলের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট জেলা শাখার সভাপতি আশরাফুর রহমান চৌধুরী।

সভাপতির বক্তব্যে আশরাফুর রহমান চৌধুরী বলেন, মানবাধিকার মানুষের জন্মগত অধিকার। এর অধিকার কেউ কখনো কারো কাছ থেকে কেড়ে নিতে পারে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে। এজন্য রাষ্ট্রের পাশাপাশি সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে কাজ করতে হবে।

তিনি বলেন, মানবাধিকার সমুন্নত রাখতে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যেখানেই মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, বিএমবিএফ সেখানেই সোচ্চার থেকেছে। মানবাধিকারের প্রশ্নে আমরা কখনোই আপোষ করবো না।

বিএমবিএফ সিলেট জেলার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট বিভাগের কেন্দ্রীয় প্রতিনিধি মনোরঞ্জন তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে মনোরঞ্জন তালুকদার বলেন, মানবাধিকারের মূলনীতিসমূহ হলো সাম্য, মানবিক, মর্যাদা,সামাজিক ন্যায়বিচার। আন্তর্জাতিকভাবে গৃহীত মানবাধিকারের মূলনীতিগুলোকে বাংলাদেশের সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়েছে। মানবাধিকার রক্ষা এবং তার উন্নয়নের দায়িত্ব আমাদের সবার। তাই আমাদের সবাইকে জনসাধারণকে তাদের অধিকার সম্পর্কে আরো বেশি সচেতন করতে হবে এবং মানবাধিকার প্রতিষ্ঠায় নিস্বার্থভাবে কাজ করে যেতে হবে।

সভায় আরো বক্তব্য রাখেন বিএমবিএফ সিলেট বিভাগের যুগ্ম সম্পাদক মো. খালেদ মিয়া, সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক চিত্রনায়ক জহির চৌধুরী, কোষাধ্যক্ষ মো. ইব্রাহিম আলী, সালিশ বিষয়ক সম্পাদক হাজী নেছার আহমদ তালুকদার, সমাজকল্যাণ সম্পাদক আমানুর রহমান আমান, বিভাগীয় প্রচার সম্পাদক মো. ইউসুফ সেলু, মাদক প্রতিরোধ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, সহকারী তদন্ত সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

সভায় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগের সম্মেলন সফলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া সভায় বক্তারা জুলাই সনদ ঘোষণা করায় বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে অভিনন্দন জানান এবং আইনশৃঙ্খলা কমিটিতে মানবাধিকার কর্মীদের অন্তর্ভুক্ত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।