জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি ও গ্রীণ ডিসএব্যান্ড ফাউন্ডশন (জিডিএফ)'র প্রতিষ্টাতা, সিলেটের সর্বজন পরিচিত বহুমুখী প্রতিভার অধিকারী মরহুম রজব আলী খান নজীব এর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল শুক্রবার (৮ আগস্ট) বাদ জুমা নগরীর পশ্চিম জিন্দাবাজার জল্লারপাড় রোডস্থ জিডিএফ কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
জিডিএফ আয়োজিত দোয়া মাহফিলে মরহুম রজব আলী খানের পথ চলায় যারা পাশে ছিলেন তাদেরকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর সভাপতি প্রমেশ দত্ত এবং মহাসচিব ও নির্বাহী পরিচালক মো. বায়জিদ খান।