ঢাকাবৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতার উদ্বোধন

মশাল
আগস্ট ৭, ২০২৫ ৮:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক, আধুনিক বিশ্বে কম্পিউটার প্রোগ্রামিং এক অপরিহার্য শক্তি এবং যুগান্তকারী পরিবর্তনের প্রতীক। আমাদের শিক্ষার্থীদের এই প্রতিযোগিতার মাধ্যমে যে মেধা ও সৃজনশীলতার প্রকাশ ঘটেছে, তা সত্যিই প্রশংসনীয়। প্রোগ্রামিং শুধু একটি কারিগরি দক্ষতা নয়- এটি যুক্তিবোধ, সমস্যা সমাধান এবং ভবিষ্যত প্রযুক্তি উদ্ভাবনের ভিত্তি।

তিনি বলেন, এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে সহায়ক হবে। কলেজ প্রশাসন সবসময় এমন কার্যক্রমে পৃষ্ঠপোষকতা করে যাবে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৯টায় কলেজের অডিটরিয়ামে আইসিটি বিভাগের তত্ত্বাবধানে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আয়োজিত দিনব্যাপী কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

পরে প্রধান অতিথি সহ অন্যান্যরা শিক্ষার্থীদের সবগুলো স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন দল, যারা বাস্তব সমস্যা সমাধানে নিজেদের প্রোগ্রামিং দক্ষতা প্রদর্শন করেন। এসময় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের বক্তব্য শুনেন এবং শিক্ষার্থীদেরকে বিভিন্ন সমস্যা সমাধানে উৎসাহিত প্রদান করেন।

বাংলা বিভাগের প্রভাষক শাহাবুদ্দিন আহমেদের উপস্থাপনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজ শাখার একাডেমিক ইনচার্জ প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিযোগিতার আহ্বায়ক আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক শেখ মো. আবু সাইম।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা জাভাস্ক্রিপ্ট, পাইথন, সি, সি++ প্রভৃতি প্রোগ্রামিং ভাষায় কোডিং চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তারা অ্যালগরিদম ডিজাইন, বাগ ফিক্সিং, এবং টাইম-আনুকূল সমাধান প্রদান করে। বিচারক প্যানেল সময় ব্যবস্থাপনা, কোডিং দক্ষতা ও সমাধানের সঠিকতা বিবেচনায় বিজয়ীদের নির্বাচন করেন এবং অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ ফয়জুল হক আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে “টেকসাইকো” (দ্বাদশ-বি), দ্বিতীয় হয় “এরর ৪০৪” (দ্বাদশ- ই), তৃতীয় স্থান অর্জন করে “ফান ক্রু” (দ্বাদশ-বি), চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করে যথাক্রমে “প্রোগ্রামার্স” (দশম-বি), “জেনন” (নবম-বি) দল।

শিক্ষার্থীরা জানায়, এমন আয়োজন তাদের প্রযুক্তি চর্চাকে আরও গতিশীল করবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে অংশগ্রহণের জন্য প্রস্তুত করবে। অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের প্রভাষক খাইরুল আলম, তাহসিনুর রহমান, বিপাশা বণিক ও ছাদিয়া চৌধুরী।

উল্লেখ্য, আগামী ১৪ আগস্ট বিজয়ী ও অংশগ্রহণকারীদের সনদ বিতরণ ও ক্রেস্ট প্রদান করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।