স্টাফ রিপোর্টার: সাদা পাথর খালি হওয়ার পরও যৌথ অভিযান। আকবর বের হওয়ার পর জামিন স্থগিত। কিন্তু অসমর্থিত একটি সূত্র নিশ্চিত করেছে আজ মঙ্গলবার (১২আগস্ট) সকালের দিকে রায়হান হত্যার প্রধান আসামী জামিন নিয়ে বেরিয়ে আসার পর দেশ ছেড়ে পালিয়েছে। তবে এই সূত্রটির কথা কতোটুকু সত্য আগামীকাল বুধবার (১৩ আগষ্ট) না আসলে জানা যাবে না, আকবর জেল হাজতে না অন্য কোনো স্থানে এই নিয়ে নানান প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।