সিলেট টাইলস ব্যবসায়ী সমিতির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সুবিদা বঞ্চিতদের মাশারি ও দরিদ্র পরিবারের মধ্যে আর্থিক অনুদান বিতরণ এবং বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে সিলেট নগরীর মেন্দিবাগে পৃথক পৃথকভাবে এই অনুষ্ঠানগুলো সম্পন্ন হয়।
সিলেট টাইলস ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ তোফাজ্জুল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক মহিবুর রহমান ভুইয়া, কোষাধ্যক্ষ নাজিম উদ্দিন, সহ কোষাধ্যক্ষ আব্দুল কাদির, সহ দপ্তর সম্পাদক দিদারুল ইসলাম, কার্যকরি কমিটি সদস্য ইমরান হোসেন, রুমন ফিরুজ প্রমুখ।
অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে সুবিদা বঞ্চিতদের মাশারি ও দরিদ্র পরিবারের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করেন সমিতির সভাপতি সভাপতি মোঃ তোফাজ্জুল হোসেন সহ সমিতির নেতৃবৃন্দ। পরে সুরমা নদীর পারে সমিতির পক্ষ থেকে গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যবসায়ীদের কল্যাণ ও উন্নয়নের পাশাপাশি আর্থ মানবতার কল্যাণে প্রতিষ্টালগ্ন থেকে সিলেট টাইলস ব্যবসায়ী সমিতি কাজ করে যাচ্ছে। দেশের যে কোন দুর্যোগে সহায়তা নিয়ে দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ায় এই সমিতি। তারই ধারাবাহিকতায় ডেঙ্গু প্রতিরোধে সুবিদা বঞ্চিতদের মাশারি ও দরিদ্র পরিবারের মধ্যে আর্থিক অনুদান প্রদান এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে।
বক্তারা সিলেট টাইলস ব্যবসায়ী সমিতির মত অন্যান্য সমিতি ও সংগঠনগুলোকে দেশ জাতী ও মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান।