মোঃ জামাল উদ্দিন, সিলেটঃ সিলেট নগরীর জালালাবাদ থানাধীন বড়গুল এলাকায় মাওলানা জুবায়ের আহমদ (৪৮) নামে এক মাদ্রাসাশিক্ষককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।
নিহত জুবায়ের আহমদ নগরীর ৩৭নং ওয়ার্ডের বড়গুল এলাকার বাসিন্দা এবং স্থানীয় ডা. তানজিনা আহমেদ দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন।
স্থানীয়রা বলেন, বুধবার সকাল ৯টার দিকে বড়গুল গ্রামের বাসিন্দা আল আমিনের ছেলে নয়ন মাদ্রাসার পাশেই মাওলানা জুবায়েরকে উপর্যুপরি ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তারা জানান নয়নের পিতা আল আমিন সম্পর্কে নিহতের শালা এবং একটি হত্যা মামলায় আল আমিন জেল খাটেন।
জালাবাদ থানার ওসি হারুনুর রশিদ জানান, নিহত শিক্ষকের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নয়ন কে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। পারিবারিক বিরোধের জেরে তাকে খুন করা হয়েছে বলে জানা গেছে। অভিযুক্ত নয়ন নিহত ব্যক্তির আত্মীয়।