ঢাকাবৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেট ল কলেজ ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

মশাল
আগস্ট ১৪, ২০২৫ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিলেট ল কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। সিলেট ল কলেজ ছাত্রদলের নতুন সভাপতি আব্দুল আহাদ শোয়েব নির্বাচিত ও সাধারণ সম্পাদক পদে রশিদ আহমেদ মুন্না নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) কলেজ অডিটোরিয়ামে কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হন। এদিন প্রথম অধিবেশনে কলেজ অডিটোরিয়ামে সিলেট ল কলেজ ছাত্রদলের সভাপতি শাহীন আহমদ এর সভাপতিত্বে ও সিলেট ল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হোসাইন আহমদ হাছান এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি শফিকুল ইসলাম।

প্রধান বক্তা বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম কার্দি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, মহানগরের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এসময় কাউন্সিলে সভাপতি প্রার্থী, মোহাম্মদ আলী,আব্দুল মুকিত জাহাঙ্গীর, আব্দুল আহাদ শোয়েব, সাধারণ সম্পাদক প্রার্থী, মোহাম্মদ মারজান, রায়হান আহমেদ আমিনা বেগম ডলি , রুহুল আমিন খন্দকার, রশিদ আহমেদ মুন্না বক্তব্য রাখেন।

পরে কাউন্সিলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৮৭ জন ভোটারের মধ্যে ৮০ জন ভোট প্রদান করেন। সেখানে ৫১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল আহাদ শোয়েব ও ২২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রশিদ আহমেদ মুন্না। এছাড়া সভাপতি পদে মোহাম্মদ আলী ১৫ ভোট, আব্দুল মুকিত জাহাঙ্গীর ১৪ ভোট পেয়েছেন।

আর সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মারজান ১৯ ভোট, রায়হান আহমেদ ১৪ ভোট, আমিনা বেগম ডলি ১৫ ভোট ও রুহুল আমিন খন্দকার পেয়েছেন ১০ ভোট। এতে সভাপতি ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৫ জন মোট ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

উল্লেখ্য, দীর্ঘদিন পর আজ বুধবার (১৩ আগস্ট) সরাসরি ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব পেয়েছে সিলেটের, ল কলেজে ছাত্রদল কাউন্সিল হওয়াতে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করেছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।