ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দোয়ারাবাজারে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ নিহত -২

মশাল
আগস্ট ১৬, ২০২৫ ৫:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (১৫ আগস্ট) বিকালে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুল মতিন (বীরাঙ্গনা কাকন বিবির মেয়ের জামাই) ও আকবর। দুজনই লক্ষ্মীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে একটি স্থানীয় ফুটবল ম্যাচ চলাকালে দুপক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রূপ নেয় সংঘর্ষে। সংঘর্ষে আব্দুল মতিন ও আকবর গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুজনেই মারা যান।

এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পরবর্তী সহিংসতা এড়াতে স্থানীয়দের নিয়ে শান্তি বৈঠকের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।