ক্যামব্রিজ যুক্তরাজ্যের কটন এফসি ফুটবল ক্লাবের সেক্রেটারি আকমল হোসেন নিযুক্ত হওয়ার পর প্রথম সভায় অংশ গ্রহণ করেছেন। সভায় ক্যামব্রিজের সকল ফুটবল টিমের চেয়ারম্যান ও সেক্রেটারীগণ অংশ গ্রহণ করেন।
আকমল হোসেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদ থেকে সংসদ সদস্য পদপ্রার্থী এবং বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত বৃহস্পতিবার যুক্তরাজ্যে অনুষ্ঠিত প্রথম সভা শেষ ক্যামব্রিজ যুক্তরাজ্যের কটন এফসি ফুটবল ক্লাবের সেক্রেটারি ও সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের সংসদ সদস্য পদপ্রার্থী আকমল হোসেন বলেন, নির্বাচনী এলাকার উন্নয়নের পাশাপাশি ক্রীড়াঙ্গনকে আরো এগিয়ে নিতে কার্যক্রম পরিচালনা করব। বাংলাদেশ থেকে খেলোয়াড়গণ বিশ্বের যে কোন দেশে গিয়ে খেলাধুলায় অংশ গ্রহণ করে বিজয় অর্জনের মাধ্যমে দেশের সুনাম বৃদ্ধি করবে। তিনি সিলেট বিভাগে ফুটবল খেলাকে ঢেলে সাজাতে সবাই সাথে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সভায় ফুটবল খেলাকে এগিয়ে নিতে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা ও ভাল খেলোয়াড় তৈরির বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে খেলার কলাকৌশল দেখানো হয়। ভাল খেলোয়াড় তৈরিতে যুক্তরাজ্য ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। কটন এফসি ফুটবল ক্লাবের এর অধিনে ১৪টি টিম রয়েছে। ক্লাবকে এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টার আহবান জানানো হয়। সভায় কটন এফসি ফুটবল ক্লাবের সেক্রেটারি আকমল হোসেন-কে পরিচয় করে দেয়া হয়। বিজ্ঞপ্তি