আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণ সুরমা, ফেঞ্জুগঞ্জ ও বালাগঞ্জ (একাংশ) উপজেলার সিলেট-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, সাউথ আফ্রিকা প্রবাসী, সিলেট শিববাড়ি জৈনপুরের কৃতি সন্তান এডভোকেট আফরোজ উদ্দীন এর উদ্যোগে দক্ষিণ সুরমা এলাকার বিভিন্ন মসজিদে শীতাতপ নিয়ন্ত্রিত এসি বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার জৈনপুর হজরত শাহজালাল রহ. জামে মাসজিদে পাঁচ’টি, চান্দাই বাইতুন নূর জামে মাসজিদ চার’টি, ফকিরপাড়া জামে মাসজিদ তিন’টি এবং চান্দাই পশ্চিম পাড়া জামে মাসজিদে দু’টি এসি প্রদান করা হয়।
পৃথক পৃথক এসি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আফরোজ উদ্দীন’র বড় ভাই মো. ফারুক মিয়া উরফে তালেব উদ্দীন, মো. সুলতান মিয়া, ইঞ্জিনিয়ার ফরিদ মিয়া, মো. বশির মিয়া, মো. কয়ছর আহমদ জালালী, মো. জাহিদুল ইসলাম, জাবের ইসলাম, ইসমাইল মিয়া, জাহেদ আহমদ, মো. সানর মিয়া, মো. মানিক মিয়া, মো. বশির মিয়া, মো. ফরিদ মিয়া, মো. আবদুল্লাহ মাহমুদ, আব্দুল মান্নান, সমরাজ মিয়া, আলাউদ্দিন মিয়া, কামরান আহমদ রাজা, মাওলানা সাহাবুদ্দীন, নানু মিয়া, ওয়াহিদুল ইসলাম গেদন, তুতা মিয়া, সুলেমান মিয়া, লয়লু মিয়া প্রমুখ।