জমিয়তুল উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে বিয়ানাবাজারের একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়।
মাওলানা জাকারিয়া হোসাইন এর সভাপতিত্বে ও মাওলানা তাজ উদ্দিন নিদনপুরীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তুল উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক শায়েখ মুফতী আব্দুল কারীম হাক্কানী আল-হানাফী।
আলোচনা সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট জমিয়তুল উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা কমিটি গঠন করা হয়।
কমিটির দায়িত্বশীলরা হলেন- সভাপতি শায়েখ মুফতী আব্দুল কারীম হাক্কানী আল-হানাফী, সিনিয়র সহ সভাপতি হাফিজ মাওলানা মুফতি কয়েছ আহমদ, সহ সভাপতি মাওলানা একরাম উদ্দিন, মাওলানা আজিজ আহমদ, মাওলানা এহছানুল হক, সাধারণ সম্পাদক মাওলানা তাজ উদ্দিন নিদনপুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা তাজ উদ্দিন দিগলবাগী, সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির, মাওলানা শিহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কাশিম হাবিবী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা সিকন্দর আলী, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল আলিম, সহ প্রচার সম্পাদক ক্বারী ইসলাম উদ্দিন, অর্থ সম্পাদক মাওলানা জাকারিয়া হোসাইন, সহ অর্থ সম্পাদক আব্দুল জব্বার, পাঠাগার সম্পাদক মাওলানা আশফাক আহমদ, অফিস সম্পাদক হাফিজ আশরাফুল হক, ছাত্র বিষয়ক সম্পাদক আলী হোসাইন, সদস্য মুজিবুর রহমান, আলী আহমদ, বদরুল হক।