ঢাকাবুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ সিলেট জেলার আলোচনা সভা

মশাল
সেপ্টেম্বর ১০, ২০২৫ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ ইকবাল চৌধুরী বলেছেন, দেশের শিল্প, প্রকৌশল, প্রযুক্তি এবং অর্থনৈতিক উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবদান অনস্বীকার্য। তিনি বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ ৭ দফা ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য দীর্ঘদিন থেকে আন্দোলন করে যাচ্ছেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সার্বিক সমস্যা সমাধান, শিক্ষার মান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মর্যাদা প্রতিষ্ঠার জন্য এ দাবিগুলো পূরণ করা অত্যন্ত জরুরি। অবিলম্বে তাদের এই ৭ দফা দাবি পূরণের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জনাচ্ছি।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের হলরুমে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ সিলেট জেলার উদ্যোগে ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ সিলেট জেলার আহবায়ক প্রকৌশলী আব্দুস সবুর এর সভাপতিত্বে ও প্রশিক্ষক ও বিভাগীয় প্রধান (পাওয়ার) মো. হাসান আলীর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট অঞ্চলের সাবেক সহ সভাপতি প্রকৌশলী মো. নজরুল হোসেন, আইডিইবি সিলেটের সভাপতি প্রকৌশলী মাহমুদুর রশীদ মসরুর, সাধারণ সম্পাদক প্রকৌশলী রফিক উদ্দিন আহমেদ।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদ সিলেট জেলার সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইবনে সিনা হাসপাতাল লি: এর চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এফডিইবি সিলেটের সভাপতি ও সংগ্রাম পরিষদ সিলেটের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জাকারিয়া, সুনামগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান নয়ন, ফেঞ্চুগঞ্জ সার কারখানার উপ প্রধান প্রকৌশলী মাহমুদুল হাসান রাজু, রোডস এন্ড হাইওয়ে এর সহকারী প্রকৌশলী রমজান আলী, ডিইএবি এর সভাপতি ও পেশাজীবী সংগ্রাম পরিষদ সিলেটের যুগ্ম আহবায়ক মো. ফরিদ মিয়া, শিক্ষক নেতা হাসানুজ্জামান চৌধুরী, এইচ রহমান কন্সট্রাক্সশনের স্বত্ত্বাধিকারী মো. হাবিবুর রহমান, কৈলাসটিলা গ্যাস ফিল্ড কাপেক্স এর ডিজিএম প্রকৌশলী জাবেদ আলম, শিক্ষার্থী মো. হাফিজ, আবু জোবায়ের হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জুনিয়র প্রশিক্ষক মাহবুবুল আলম। সভায় বক্তারা ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঐকবদ্ধভাবে আন্দোলনে অংশ নেওয়ার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।