বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, উন্নয়নের প্রশ্নে মরহুম এম. সাইফুর রহমানের ধারে কাছেও কেউ যেতে পারবেনা। তিনি বৃহত্তর সিলেট বাসীর কাছে ছিলেন একজন গর্বিত লোক। আমরা যদি দেখি এম. সাইফুর রহমান এই সিলেটের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যাল, সুরমা নদীর উপর কয়েকটি ব্রীজসহ অনেক কিছু সিলেটের মানুষের জন্য স্থাপন করে গেছেন যা সিলেটের মানুষ আজও ভুলবে না।
তিনি আরোও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের রূপকার নামক এই ব্যক্তি দেশের অর্থনীতির শক্ত ভিত রচনা করেছিলেন। তবে সিলেটের নানা উন্নয়ন প্রকল্পের নামফলক থেকে এই বিশ্ব বরেণ্য অর্থনীতিবিদ এম. সাইফুর রহমানের নাম মুছে ফেলা হচ্ছে। আমরা দুঃখ প্রকাশ করছি। এম. সাইফুর রহমানের নাম নামফলক থেকে মুছে ফেলা যাবে, কিন্তু সিলেট তথা দেশবাসীর হৃদয় থেকে তাঁর নাম মুছা যাবে না। আমি জানি দেশের প্রতিটি মানুষের হৃদয়ে এম. সাইফুর রহমানের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৯ টায় নগরীর গোয়াবাড়িস্থ কুচার পাড়া এলাকায় এম সাইফুর রহমানের ১৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
যুক্তরাজ্য বিএনপি নেতা শেখ দিলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিবের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক আজমল হোসেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহীর কমিটির সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদি, সাধারন সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহ সভাপতি শাহ জামাল নুরুল হুদা, ফখরুল ইসলাম ফারুক, মহানগর বিএনপির সহ সভাপতি আমির হোসেন, সাদিকুর রহমান সাদিক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এম শুক্কুর আহমদ,সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মুর্শেদ আহমদ মকুল, শোয়েব আহমদ, সাংগঠনিক দেওয়ান জাকির হোসেন খান, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বাদশা আহমদ, বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির সমছু, সদস্য সচিব সারোয়ার রেজা, সদর বিএনপি যুগ্ম সাধারন সম্পাদ টুকের বাজার ইউনিয়ের চেয়ারম্যান সফিকুর রহমান সফিক, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সবুর আহমদ, মহানগর যুব দলের যুগ্ম সাধারন সম্পাদক ওসমান গনি, মহানগর বিএনপির সদস্য ও ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, জেলা ছাত্র দলের সহ-সভাপতি শিহাব খান।
বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আহমদ, আব্দুল খালিক, সৈয়দ শাহীন আহমদ, আব্দুর রাজ্জাক, সাইফুল ইসলাম, শায়েস্তা মিয়া,আজাদুর রহমান আজাদ, জুবের আহমদ, আনোয়ার হোসেন, আনোয়ার আলী বাইনউদ্দিন, বিপুল আহমদ, ফয়সল আহমদ, সাদ্দাম হোসেন, হাবিজ মিয়া, জয় আহমদ, ইমন আহমদ, শুভন আহমেদ, আহমেদ, মকবুল চৌধুরী, জুহেল আহমেদ, শেখ সালমান, ফারুক আহমদ, আসাদ আহমদ, শেখ আরমান, সাইফুল ইসলাম হিমেল প্রমুখ।
আলোচনা শেষে দুআ ও মিলাদ পরিচালনা করেন, শাহজালাল জামেয়া আ/এ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মঞ্জুরুল ইসলাম।