ঢাকাসোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জৈন্তা-গোয়াইনঘাটের সন্তান হিসেবে এই ভূমির সুখ দুঃখ আমাদের চাইতে কেউ বেশি অনুভব করবেনা: হেলাল উদ্দিন আহমেদ

মশাল
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী হেলাল উদ্দিন আহমেদ বলেছেন, জৈন্তা গোয়ানঘাট ও কোম্পানীগঞ্জের সন্তান হিসেবে এ ভূমির সুখ দুঃখ আমাদের চাইতে কেউ বেশি অনুভব করবে না। আমাদের জন্ম এখানে, এ মাটিতেই আমাদের পূর্বপুরুষরা শায়িত। সিলেট-৪ আসনে এতোদিন ভাড়াটে এমপি  ছিলো, যার সাথে এ মাটির কোন সম্পর্ক্য ছিলনা। তারা লুটপাট করে আখের গুছিয়েছে। তাই এখনো সবদিক থেকে পিছিয়ে আমাদের এই জনপদ। দুর্নীতিমুক্ত একটা শাসন ব্যবস্থা আর আধুনিক উন্নয়ন চিন্তার সংমিশ্রনে সিলেট-৪ আসনকে এগিয়ে নেয়া সম্ভব।
তিনি গতকাল জৈন্তাপুরের চিকনাগুল এলাকায় শীতবস্ত্র বিতরণ ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দু’আ মাহফিল  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এবিএম জাকারিয়া, সিলেট মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সোলেমান আহমদ সিদ্দিকী, সিলেট ওলামা দলের সদস্য সচিব এম এম কালাম উদ্দিন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ চেয়ারম্যান, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলি চেয়ারম্যান, জৈন্তাপুর উপজেলা যুবদল আহবায়ক বাহারুল ইসলাম বাহার চেয়ারম্যান, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক মোহাম্মদ শাহাজান।
৬ নং চিকনাগোল ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সিরাজ উদ্দীন তেরা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মসদ্দর আলী’র পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকনাগুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান সাব্বির, জৈন্তাপুর উপজেলা বিএনপির সদস্য ফখরুল ইসলাম, শেখ রাদেক আহমেদ চিকনাগুল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, ৬ নং চিকনাগোল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইফতেখার আহমদ, হযরত শাহজালাল ( রহঃ) ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা ইকরাম আহমদ, চিকনাগুল ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক সাজু আহমেদ, চিকনাগুল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।