ঢাকাবৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর আইনজীবী সমিতির আলোচনা সভা

মশাল
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ১০:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মেন্দিবাগস্থ কর আইনজীবী সমিতির হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি আয়কর আইনজীবী সিরাজুল হুসেন আহমদ আলমগীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান শিপু অ্যাডভোকেট এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি ও বিটিএল’র সহ-সভাপতি এডভোকেট মো. আবুল ফজল, সমিতির সাবেক সভাপতি আবু মোহাম্মদ আসাদ এডভোকেট, সহ-সভাপতি এডভোকেট মো. সফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি এডভোকেট আব্দুল আলীম পাঠান, এডভোকেট স্বপন কুমার চৌধুরী, আয়কর আইনজীবী হাসনু চৌধুরী, সমিতির পাঠাগার সম্পাদক আয়কর আইনজীবী মওদুদ আহমদ, সাবেক সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী ইফতিয়াক হোসেন মঞ্জু, আয়কর আইনজীবী মোখলেছুর রহমান, আয়কর আইনজীবী কামাল আহমদ প্রমুখ। আলোচনা সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন সমিতির সদস্য  এডভোকেট আ.স.ম. মুবিনুল হক শাহিন।
সভায় বক্তারা বলেন, ২১ ফেব্রূয়ারি একদিকে শোকের অন্যদিকে আত্মগৌরবের একটি দিন। ভাষা প্রতিষ্ঠার একটি সাংস্কৃতিক আন্দোলন রূপ নেয় স্বাধীনতা আন্দোলনে। মাতৃভাষা প্রতিষ্ঠা করার সংগ্রামের পথ বেয়েই আমাদের স্বাধীনতা আন্দোলন শক্তিশালী হয়। ভাষার জন্য আত্মবিসর্জনের গৌরবোজ্জ্বল ইতিহাস বাঙালি জাতিকে মহিমান্বিত করেছে। বক্তারা আরো বলেন, ২০২৪ এর জুলাই-আগস্টে এদেশের ছাত্র-জনতা আরেকটি গৌরবোজ্জ্বল ইতিহাস সৃষ্টি করেছে। আমাদের গৌরবের  ’৫২ ’৭১ ও ’২৪ এর চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।