ঢাকাসোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সদর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার বাস্তবায়ন পরিষদের শহীদ দিবস পালন

মশাল
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট সদর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। ঐদিন সকালে ধোপাগুলস্থ সদর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি প্রদানের মাধ্যমে দিবসের সূচনা হয়।
পরে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদের সভাপতি সৈয়দ মসউদ রহমান মতিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হারুনুর রশিদ, রাজিব হোসেন লিটু, হোসাইন আহমদ, মনসুর আহমাদ, সুলতান মিয়া, এখলাছুর রহমান পাখি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের জন্য একটি প্রেরণার উৎস। তারা শুধু ভাষার জন্য নয়, একটি স্বাধীন জাতিসত্তার ভিত্তি গড়ে তুলেছেন। তরুণ প্রজন্মকে একুশের ইতিহাস জানাতে হবে, যাতে তারা জাতির মূল চেতনা থেকে বিচ্যুত না হয়। বক্তারা আরো বলেন, সদর উপজেলা শহীদ মিনার শুধুমাত্র একটি স্থাপনা নয়, এটি আমাদের ভাষা আন্দোলনের চেতনার প্রতীক। একে ধরে রাখতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।