ঢাকাসোমবার , ১০ মার্চ ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেট মোটর সাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের অভিষেক ও ইফতার মাহফিল সম্পন্ন

মশাল
মার্চ ১০, ২০২৫ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট মোটর সাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান এবং ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। সোমবার (১০ মার্চ) নগরীর কুমারপাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান ও মাহফিলের আয়োজন করা হয়।
অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট মোটর সাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি নুরুল ইসলাম নুরু এবং ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম মনসুর।
মোটর সাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজুওয়ান আহমদ ও অর্থ সম্পাদক মো. কামরান হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব আব্দুর রহমান রিপন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ব্যবসায়ীরা দলের ঊর্ধ্বে। আমরা ব্যবসায়ী, এটাই সবচেয়ে বড় পরিচয়। তাই যে কোন প্রয়োজন ও যৌক্তির দাবি আদায়ে সিলেটের ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি ফুটপাত হকারমুক্ত করার চলমান আন্দোলনে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট মোটর সাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি আবু জাফর কামরান, মো. আব্দুল্লাহ জিয়া ও মো. আতাহার আলী, সাংগঠনিক সম্পাদক মো. ইমতিয়াজ আহমদ, দপ্তর সম্পাদক লোকমান হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুনেদুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আরশাদুল হক, সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক রায়হান আহমদ, সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ নাসির আহমদ, ক্রীড়া সম্পাদক মো. নুরুল আহমদ, কার্যকরী সদস্য মো. নাজমুল ইসলাম, মঞ্জু লাল দাস, আনহার উদ্দিন, সৈয়দ আতিকুর রহমান ও কাওছার আহমদ, সাবেক অর্থ সম্পাদক বদরুল হক, মোটরসাইকেল ওয়ার্কশপ ইঞ্জিনিয়ার রুহুল আমিন, আহমদ, শফিক আহমদ, খলিল আহমদ, পপুলার অটো’র মেকানিক মুক্তার মিয়া, মো. শফিউল আলম শফিক, এম এ এম মামুন, সিলেট লুব্রিক্যান্ট এসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক রাজ গন, প্রচার সম্পাদক ইমরান সরকার প্রমুখ। অভিষেক অনুষ্ঠানে এসোসিয়েশনের নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি। পরে এসোসিয়েশনের সাবেক সভাপতি নুরুল ইসলাম নুরু ও সাবেক অর্থ সম্পাদক বদরুল হককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে ইফতার মাহফিলের পূর্বে মোনাজাত করেন প্রধান অতিথিসহ এসোসিয়েশনের নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।