ঢাকাবৃহস্পতিবার , ২২ মে ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

২০২৬ এর ডিসেম্বরের আগে নির্বাচন না দেওয়ার দাবী সিলটি পাঞ্চায়িতের

মশাল
মে ২২, ২০২৫ ৯:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট বিভাগের ন্যায্য দাবী দাওয়া আদায়ের লক্ষ্যে গঠিত রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী ও সহ সাধারণ সম্পাদক সৈয়দ ফেরদৌস আহমদ এক যুক্ত বিবৃতিতে বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে প্রায় দুই হাজার মানুষের প্রাণের বিনিময়ে এবং ৩০ হাজার মানুষ পঙ্গু ও আহতদের বিনিময়ে স্বৈরাচার, দুর্নীতিবাজ খুনী হাসিনা সরকারকে হঠিয়ে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি।

তারা আরও বলেন, স্বাধীনতার পর থেকে কোন সরকার সঠিক সংস্কার করেননি। এতে জীবন দানের বিনিময়ে খুনি হাসিনার বিচার দৃশ্যমান না হয় তবে শহীদ, পঙ্গু ও আহতদের রক্তের সাথে বেইমানী করা হবে। বৈষম্য ও ভঙ্গুর অর্থনীতি থেকে আস্তে আস্তে সফল অর্থনীতির দিকে যাচ্ছে এই সরকার। তাই দ্রুত নির্বাচনের কথা বলে দেশকে অস্থিতিশীল না করার আহ্বান জানান তারা।

সিলটি পাঞ্চায়িত মনে করে ২০২৬ সালের ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচন যুক্তিসঙ্গত না। রাষ্ট্র সংস্কার ও স্বৈরাচার খুনী হাসিনার বিচার দৃশ্যমান হওয়ার পরে নির্বাচন। সেইসাথে সিলটি পাঞ্চায়িত উন্নয়নের বৈষম্য দূর করে সিলেট বিভাগকে সঠিক উন্নয়ন করার দাবি জানান। বিশেষ করে সিলেট বিভাগের রাস্তা ঘাট উন্নয়ন ও সিলেট বিভাগকে প্রতি বছর বন্যার হাত থেকে রক্ষার জন্য মাষ্টার প্লান গ্রহণ করার দাবী জানান সিলটি পাঞ্চায়িতের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।