ঢাকারবিবার , ২৫ মে ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মুক্তাক্ষরের উদ্যোগে কবি নজরুলের ১২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মশাল
মে ২৫, ২০২৫ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেব বলেছেন, কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্ম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার শিক্ষা দেয়। সব সময় সাম্য ও শান্তি বজায় রেখে নিজেদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখার শিক্ষাও আমরা নজরুলের সাহিত্যকর্ম থেকেই পাই। নজরুলকে বুঝতে এবং তার সাহিত্যের গভীরতা অনুধাবন করতে হলে একজন সত্যিকারের মানুষ হতে হবে।

তিনি আরও বলেন, বাংলা সাহিত্যের এই ক্ষণজন্মা পুরুষ একাধারে ছিলেন কবি, গায়ক, গীতিকার, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার এবং চিত্রশিল্পী। তবে সব পরিচয়ের ঊর্ধ্বে উঠে তিনি হয়ে উঠেছেন প্রেম ও প্রতিবাদের কবি বাংলা সাহিত্যের এক চিরজাগরুক বিদ্রোহী আত্মা।

রবিবার (২৫ মে) বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য সভাকক্ষে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষরের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বিমল কর এর সভাপতিত্বে ও হিমেল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) সিলেট জেলা শাখার সাবেক সভাপতি রোটারিয়ান মাহবুবুল আলম মিলন।

সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কবি অমিতা বর্ধন, পুথিবপাঠক এথেন্স শাওন, কবি হিমাংশু রায় হিমেল, কবি ছয়ফুল আলম পারুল, কন্ঠ শিল্পী আশরাফুল ইসলাম অনি ও আবৃত্তি শিল্পী মিজানুর রহমান মিজান। মুক্তাক্ষরের শিক্ষার্থীদের একক ও দলগত আবৃত্তি পরিবেশনের পর সংগীত পরিবেশন করে।

প্রিয়াশ্রী কর পিউর নির্দেশনায় দলগত আবৃত্তি পরিবেশন অতিথি সংগঠন কিশোর কিশোরী ক্লাব- (বাইশটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়)। আলোচনা শেষে ১লা বৈশাখের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক বিভাগের ১ম স্থান অর্জন করেন অনুশ্রেয়া ত্রয়ী, ২য় স্থান অর্জন করেন শুভশ্রী তালুকদার, ৩য় স্থান অর্জন করেন ঋত্বিকা দাশ, বিশেষ স্থান অর্জন করেন প্রিয়ন্তী তালুকদার ও প্রদ্যুত বর্মণ। খ বিভাগে ১ম স্থান অর্জন করেন পুষ্পিতা তালুকদার, ২য় স্থান অর্জন করেন স্বপ্নীল সরকার, ৩য় স্থান অর্জন করেন অম্লান চক্রবর্তী এবং গ বিভাগের ১ম স্থান অর্জন করেন প্রিয়ন্তী তালুকদার পর্ণা, ২য় স্থান অর্জন করেন সৌমিক সরকার, ৩য় স্থান স্থান অর্জন করেন ঋতু দাশ। বিশেষ স্থান অর্জন করেন উর্মি দে ও সৃজন্তি ছোঁয়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।