ঢাকাবৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ সুরমার পশ্চিমভাগ এলাকায় যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর হকের উদ্যোগ ফ্রী চক্ষু ক্যাম্প

মশাল
জুন ১৯, ২০২৫ ১০:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট সিটি কর্পোরেশনের ৪১ নং ওয়ার্ডের পশ্চিমভাগ এলাকায় বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক ভাইস প্রেসিডেন্ট, সারি ইউকের মুউলভ্যালি ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলার ও সাবেক মেয়র জাহাঙ্গীর হক রাজ এর অর্থায়নে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ফ্রী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে পশ্চিমভাগস্থ আব্দুর রশীদ একাডেমীতে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র সহযোগিতায় ইনক্লুসিভ আই হসপিটালের চিকিৎসকবৃন্দ হতদরিদ্রদের মধ্যে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।

দিনব্যাপী চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র প্রেসিডেন্ট লায়ন খায়রুন্নেছা শেলীর সভাতিত্বে ও সেক্রেটারী লায়ন সানজিদা খানম এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক ভাইস প্রেসিডেন্ট, সারি ইউকের মুউলভ্যালি ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলার ও সাবেক মেয়র জাহাঙ্গীর হক রাজ, লায়ন নাজনীন হোসেন, লায়ন বাবলী চৌধুরী, লায়ন শামীমা আক্তার জিনু। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সুহেল আহমদ, ক্রিকেটার তানভীর আহমদ, ব্যবসায়ী অপু আহমদ, তুফায়েল আহমদ প্রমুখ।

দিনব্যাপী চক্ষু ক্যাম্পে এলাকার দরিদ্র প্রায় ২শতাধিক রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন ডা. মোস্তাফিজুর রহমান, এহসান আহমদ সাজু, প্রণিত রায়, কাউসার আহমদ অলক। এসময় রোগীদের চশমা, ঔষধ প্রদান করা হয়। বাছাইকৃত রোগীদের চোখের ছানি অপারেশন করানো হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা দেশের গর্বিত সন্তান। তারা সদূর প্রবাসে থেকেও নাড়ির টানে সবসময় দেশের কল্যাণে সহযোগিতার মাধ্যমে ভূমিকা রাখছেন। বন্যা, করোনা সহ যেকোন দূর্যোগে সহয়তা নিয়ে মানুষের পাশে দাড়ান প্রবাসীরা। তারই ধারবাহিকতায় যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবী জাহাঙ্গীর হক রাজ অসহায় মানুষের মধ্যে ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন নিঃসন্দেহে মহতি ও প্রসংসনীয় উদ্যোগ।

বক্তারা তাঁর মতো অন্যান্য প্রবাসীদেরকে দেশের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।