ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শাবিপ্রবির আবাসিক হলে পূবালী ব্যাংকের সিএসআর কার্যক্রমের চেক হস্তান্তর

মশাল
জুলাই ১০, ২০২৫ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

আজ ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলে পূবালী ব্যাংক পিএলসির কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় তিনটি ফ্রিজ ক্রয়ের জন্য মোট ১ লক্ষ ৮২ হাজার ১৬ টাকার চেক হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তর উপলক্ষে সকাল ১০টায় হল প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া এবং পূবালী ব্যাংক পিএলসির উপমহাব্যবস্থাপক ও সিলেট (পশ্চিম) অঞ্চল প্রধান মো. মোসায়েদ উল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল প্রভোস্ট অধ্যাপক ড. সাবিহা আফরিন, সহকারী প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. তাজমুন্নাহার, প্রভাষক শিমলা আক্তার, পূবালী ব্যাংক পিএলসি পাঠানটুলা শাখার ব্যবস্থাপক উত্তম চন্দ্র দাশ এবং দরগাহ গেট শাখার এসপিও বিনায়ক চক্রবর্তী।

উল্লেখ্য, পূবালী ব্যাংক পিএলসি সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে শাবিপ্রবির শিক্ষা ও গবেষণায় দীর্ঘদিন ধরে সহযোগিতা প্রদান করে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।