ঢাকামঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হাইকোর্টের নির্দেশে স্থগিত সিলেটের ১০ নার্সিং কলেজের পরীক্ষা

মশাল
জুলাই ১৫, ২০২৫ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

এমদাদুর রহমান চৌধুরী জিয়া ;: হাইকোর্ট এর নির্দেশনায় স্থগিত হয়ে গেল সিলেটের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিএসসি নার্সিং পরীক্ষা।

সকল পরীক্ষা ৩ সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

আজ বুধবার (১৬ জুলাই) থেকে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ১০ নার্সিং কলেজের পরীক্ষা হওয়ার কথা ছিলো।

পূর্বের আদেশ অনুযায়ী আনোয়ারা-মুজাহিদ নার্সিং কলেজের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেয়ায় মঙ্গলবার (১৫ জুলাই) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ স্থগিতাদেশ দেন।

আদালতে আনোয়ারা-মুজাহিদ নার্সিং কলেজের পক্ষে আইনজীবী হিসেবে লড়াই করেন অ্যাডভোকেট সেলিম হাসান।

তিনি বলেন, নার্সিং কলেজের শিক্ষার্থীদের পরীক্ষায় বসতে না দেওয়ায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ১০ নার্সিং কলেজের পরীক্ষা স্থগিত করেছেন হাইকোর্ট।

জানাযায়, গেল ২০শে মে হাইকোর্ট এর পক্ষ থেকে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনসহ সকল প্রস্তুতি সম্পন্ন করে তাদের পরীক্ষা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিলো।

কিন্তু সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা আমলে না নিয়ে পরীক্ষার রুটিন প্রকাশ করে ফেলেন। পরীক্ষার শিডিউল অনুযায়ী ১৬ জুলাই (বুধবার) থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা। আমরা আদালতে বিষয়টি নিয়ে ন্যায় বিচার প্রার্থনা করি। আদালত বিষয়টি আমলে নিয়ে তাৎক্ষণিক পরীক্ষা স্থগিতের আদেশ দেন।

আনোয়ারা-মুজাহিদ নার্সিং কলেজের ২০ শিক্ষার্থীর রেজিস্ট্রেশন এবং পরীক্ষা নেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষ গত এক বছর সরকারি বিভিন্ন দপ্তরে ধরনা দিয়েছেন। কিন্তু কাঙ্ক্ষিত সাড়া মিলেনি। বরং দফায় দফায় চিঠি চালাচালিতে সময়ক্ষেপণ হয়েছে। উপায়ান্তর না দেখে কলেজ কর্তৃপক্ষ উচ্চ আদালতের শরণাপন্ন হয়।

পরবর্তীতে গত মে মাসে হাইকোর্ট বিষয়টির যৌক্তিক সমাধানে অর্থাৎ ভুক্তভোগী শিক্ষার্থীদের জরুরিভিত্তিতে রেজিস্ট্রেশনসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করতে নির্দেশ নেন।

স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারির রেজিস্ট্রার এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি, রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যাট রেজিস্ট্রার ও কলেজ পরিদর্শককে হাইকোর্টের ওই আদেশ তামিল করার কথা বলা হয়।

কিন্তু আদালতের সেই আদেশ বাস্তবায়ন না করেই বুধবার পরীক্ষা নেয়ার ঘোষণা দেওয়া হয়েছিলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।