ঢাকাশনিবার , ২৬ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নৈতিকতা চর্চার মাধ্যমে অর্জিত জ্ঞানকে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাতে হবে : মনজুরুল করিম মহসিন

মশাল
জুলাই ২৬, ২০২৫ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

‎‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন বলেন, শিক্ষার্থীরা এদেশের সম্পদ। তাদের চিন্তা ও বুদ্ধির বিকাশে সমাজ ও জাতির উন্নতি ঘটবে এবং মানুষের জীবন-যাপন, আচার-আচরণ ও চিন্তা-চেতনায় ইতিবাচক পরিবর্তন আসবে। তরুণরা জ্ঞান-বিজ্ঞানে নিজেদের এগিয়ে নিয়ে যাবেন, পাশাপাশি দেশ ও জাতির কল্যাণেও কাজ করবেন, এটাই আমাদের প্রত্যাশা। এ মিশনে সফল হতে শিক্ষার পাশাপাশি নৈতিকতা চর্চা করা প্রয়োজন। কেননা নৈতিকতা ব্যতিত কোনও জ্ঞানই প্রকৃত অর্থে কাজে আসবেনা।

মনজুরুল করিম মহসিন ‎‎শনিবার (২৬ জুলাই) দুপুর ১২টায় স্থানীয় একটি পার্টি সেন্টারে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

‎‎তালামীয ওসমানীনগর উপজেলা সভাপতি জাকির হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুমান আহমদ জামিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য মাহবুব খাঁন, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক ফয়ছল ইসলাম, ওসমানীনগর উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা এম.এ রব, সাবেক সভাপতি আ ফ ম আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনবী, দৈনিক ইনকিলাব ওসমানীনগর উপজেলা প্রতিনিধি মাওলানা আবুল কালাম আজাদ, গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল হক, তাজপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির সদস্য শিবলু খান, ওসমানীনগর উপজেলা আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক হাফিজ মুহাম্মদ আজাদ আলী, এনসিপি সিলেট জেলা ইউনিটের সদস্য মনিরুল ইসলাম সাকিব, পর্তুগাল আল ইসলাহ’র সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা সালেহ আহমদ, সংগঠনের সিলেট পশ্চিম জেলা সহ প্রচার সম্পাদক জুনায়েদ আহমদ তালুকদার, দক্ষিণ সুরমা থানা সভাপতি সামছুল ইসলাম, ওসমানীনগর উপজেলার সাবেক সভাপতি হাফিজ আব্দুল আমিন।

এসময় ওসমানীনগর উপজেলার দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দাখিল ও এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।