ঢাকাসোমবার , ২৮ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ২ দিনব্যাপী গার্ডিয়ান সমাবেশ ও মতবিনিময় সভা

মশাল
জুলাই ২৮, ২০২৫ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে ২ দিনব্যাপী গার্ডিয়ান সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিন এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীদের (১০ম শ্রেণি) অভিভাবক এবং দ্বিতীয় দিন ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করা হয়।

পাঠদানের মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা, ক্লাসে নিয়মিত উপস্থিতি নিশ্চিত, শিক্ষার্থীদের বাসায় নিয়মিত পড়াশোনা, বিভিন্ন বিষয়সমূহে উন্নতির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং অভিভাবক ও শিক্ষকের পারস্পরিক যোগাযোগ জোরদারের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। তিনি অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে বলেন, “শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও চরিত্র গঠনে শিক্ষক ও অভিভাবক-উভয়ের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।” তিনি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

দুই দিনব্যাপী এ মতবিনিময় সভায় শিক্ষার্থীদের শিক্ষা-সংশ্লিষ্ট নানা সমস্যা ও সমাধান নিয়ে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে উন্মুক্ত আলোচনা হয়। এতে উপস্থিত অভিভাবকদের মধ্য থেকে কয়েকজন তাদের মতামত উপস্থাপন করেন এবং প্রতিষ্ঠানের গৃহীত বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে বক্তব্য রাখেন। সভা শেষে মো. ফয়জুল হক সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।