ঢাকাবুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিএমজেএ সিলেটের প্রশিক্ষণ কর্মশালার টি-শার্টের মোড়ক উন্মোচন

মশাল
সেপ্টেম্বর ১০, ২০২৫ ৫:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, তরুণ মেধাবী যারা সাংবাদিকতায় আসতে চায়, তাদের জন্য একটি বড় জায়গা তৈরি করতে ভূমিকা রাখবে বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটি। আমি বিশ্বাস করি, স্বচ্ছ ও আধুনিক সাংবাদিকতায় ভূমিকা রাখবেন এসোসিয়েশনের সদস্যরা। সত্যতা, নির্ভুলতা, ন্যায্যতা এবং জনসাধারণের প্রতি দায়বদ্ধতা বজায় রেখে কাজ করবেন সংবাদকর্মীরা।

তিনি মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির কক্সবাজার ভ্রমণ ও ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার টি-শার্টের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন।

এসোসিয়েশনের সিনিয়র সদস্য ও দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার ফয়সল আমীনের সভাপতিত্বে এবং দৈনিক সিলেটের সংবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সদস্য মাছুম আহমদ চৌধুরী।

উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের সিনিয়ির সদস্য শাহ মোহাম্মদ কয়েস আহমদ, মো. রাজু আহমদ, মো. শাহীন আহমদ, এম আর টুনু তালুকদার, আশিকুর রহমান রানা, বাবর জোয়াদার, রেজওয়ান আহমদ, রুবেল আহমদ, সুলেমান সুহেল, আব্দুল মাজিদ চৌধুরী, সবুজ আহমদ, জাহিদ উদ্দিন, কৃতিশ তালুকদার, আশরাফুল ইসলাম, ঈষা তালুকদার প্রমুখ।

আগামী ১১ সেপ্টেম্বর সিলেট থেকে বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির ৩০ সদস্যের একটি দল কক্সবাজারে যাচ্ছে। কক্সবাজারে অবস্থান কালে কক্সবাজার প্রেসক্লাবের সহযোগিতায় পিডিভি হল রুমে কর্মশালাটি অনুষ্ঠিত হবে। কর্মশালায় কক্সবাজার-৩ (সদর-রামু) আসন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটি মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।